15 Boishakh 1432 বঙ্গাব্দ সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় এসআরআই পদ্ধতির মাঠ দিবস

নওগাঁয় এসআরআই পদ্ধতির মাঠ দিবস

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার পাথরঘাটা মাঠে ‘সমন্বিত ধান চাষ পদ্ধতি’ (এসআরআই) বিষয়ে মাঠ দিবস পালিত হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআরআই’র সমন্বয়ক ও বেসরকারি সংগঠন প্রশিকার চেয়ারম্যান অধ্যাপক ড. আমু মোয়াজ্জাম হুসেইন।

এতে সভাপতিত্ব করেন বর্ষাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এসএম নুরুজ্জামান মণ্ডল, শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ আবুল হোসেন তালুকদার, প্রশিকার পরিচালক শাহার উদ্দীন, স্থানীয় চাষি সুরেশ চন্দ্র, গৌর চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সমন্বিত ধান চাষ পদ্ধতি’ ক্রমেই চাষিদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠছে। অন্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে বীজ, সেচ ও কীটনাষক কম লাগে এবং ফলন বেশি পাওয়া যায়।

বক্তারা কৃষকদের এসআরআই পদ্ধতি অনুসরণ করে ধান চাষ করার পরামর্শ দেন।

এর আগে অতিথিরা এসআরআই বোরো প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …