15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পীরগঞ্জে কর্মসৃজন কর্মসুচি শুরু ।

পীরগঞ্জে কর্মসৃজন কর্মসুচি শুরু ।

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে কর্মসৃজন কর্মসুচি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চতরা ইউনিয়নে এ কর্মসুচীর উদ্ভোধন করা হয় ।
এ উপলক্ষে চতরা ইউ,পি অফিস চত্বরে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাজু। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা মোসফিকুর রহমান , ফিল্ড সুপারভাইজার ওবায়দুল হক ,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, সম্পাদক সরওয়ার জাহান, আ’লীগ নেতা গোলাম হোসেন, রেজওয়ানুল হক ননতু, আঃ’লীগ নেতা কায়কোবাদ, ইউপি সদস্য আব্দুর রহিম, দেলওয়ার হেসেন বাটুল প্রমুখ। উল্লেখ্য,বর্নিত কর্মসুচির আওতায় চলতি উপজেলার ১৫ টি ইউনিয়নে ৪ হাজার ২শ’১৬ জন শ্রমিক ৪০ কমর্ দিবস কাজ করবেন। এজন্য পারিশ্রমিক হিসেবে প্রতি কমর্ দিবসে তারা ১৭৫ টাকা করে পাবেন।উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা জানান,এই কর্মসুচির আওতায় প্রতি ইউনিয়নে ৩টি করে মোট ৪৫ টি প্রকল্প বাস-বায়ন করা হবে। প্রকল্পের মধ্যে রয়েছে,রাস-া নির্মান ও সংস্কার,পুকুর ও খাল খনন,বাঁধ নির্মান এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট করন ।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …