15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / মোরেলগঞ্জে পিতাকে উদ্ধার করতে গিয়ে পুত্র জিম্মি পরিবারে শোকের ছায়া

মোরেলগঞ্জে পিতাকে উদ্ধার করতে গিয়ে পুত্র জিম্মি পরিবারে শোকের ছায়া

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন এলাকায় মুক্তিপনের দাবিতে বনদস্যু বাহিনীর হাতে জিম্মি পিতাকে মুক্তিপন দিয়ে উদ্ধার করতে সক্ষম হলেও ওই বাহিনীর হাতে জিম্মি হয়ে নিখোঁজ রয়ছে পুত্র হাফিজুল(২২)। জিম্মি দশার দেড় মাস অতিবাহিত হলেও হাফিজুল উদ্ধার না হওয়ায় তার পরিবারে এখন চলছে শোকের মাতম।
জানাগেছে, উপজেলার জিউধরা গ্রামের গোলপাতা ব্যবসায়ী আ. ছালাম ও ইদ্রিস আলী প্রতি বছরের ন্যায় গোলপাতা সংগ্রহের জন্য পাশ-পার্মিট নিয়ে জিউধরা ফরেষ্ট এলাকায় গমন করেন। এসময় বনদস্যু ইদ্রিস বাহিনীর সদস্যরা তাদের কাছে চাঁদা দাবি করে। দস্যুবাহিনী তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে ঘটনার দিন গত ১৭ফেব্ররুয়ারি ওই ব্যবসায়িদের গোলের নৌকার মাঝি মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দক্ষিন বাজিকরখন্ড গ্রামের আ. খালেক সেখকে অপহরণ করে মুক্তি পনের দাবিতে জিম্মি করে। ঘটনার দু’দিন পর ১৯ফেব্ররুয়ারি উক্ত আ. খালেকের পুত্র হাফিজুর রহমান তার জিম্মি পিতাকে উদ্ধার করতে টাকা নিয়ে সুন্দর বনের উরুবুনিয়া এলাকায় বনসস্যুদের কাছে যায়। কিন’ দস্যুবাহিনী জিম্মি আ. খালেককে মুক্তি দিলেও চাঁদার টাকা কম হওয়ায় ছেলে হাফিজুলকে মারপিট করে আটকে রেখে বাকী টাকা পরিশোধ করে পুত্রকে ছাড়িয়ে নিতে পিতা খালেককে নির্দেশ দেয়। পরবর্তীতে আ. খালেক দস্যুবাহিনীর হাতে জিম্মি পুত্রকে মুক্ত করতে টাকা নিয়ে দস্যুদের কথা অনুযায়ি গোলের নৌকায় লাল পতাকা উড়িয়ে সুন্দর বনের মূর্তির খালের উরুবুনিয়া এলাকায় অবস্থান করলেও দস্যুদল তার ছেলেকে ফিরিয়ে দেয়নি। দীর্ঘ দেড় মাস বনের বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করে হাফিজুলকে না পাওয়ায় তার পরিবারে এখন শোকের মাতম চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …