23 Bhadro 1432 বঙ্গাব্দ রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁ প্যারীমোহন গ্রন্থাগারে স্বাধীনতা দিবসের আলোচনা

নওগাঁ প্যারীমোহন গ্রন্থাগারে স্বাধীনতা দিবসের আলোচনা

এন বি এন ডেক্সঃ গত শনিবার সন্ধ্যায় নওগাঁর ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থ্যগারের উদ্যোগে গ্রন্থ্য গার মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজিন করা হয়। গ্রন্থ্যগারের সভাপতি মোর্শেদ তরফদার এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, গোলশন আরা, বিন আলী পিন্টু, এমএম রাসেল, আসাদুজ্জামন, রফিকুদ্দৌলা, মাগফুরুল হাসান বিদ্যুৎ প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গ্রন্থ্যগারের সভাপতি।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …