19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / পীরগঞ্জে সড়ক দুঘটনায় আহত-৬ জনতা পুলিশের মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে ।

পীরগঞ্জে সড়ক দুঘটনায় আহত-৬ জনতা পুলিশের মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে ।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জে একটি সড়ক দর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মটর সাইকেল পুড়ে দেয়া সহ ৬ জন আহত ও পলিশকে প্রহারের ঘটনা ঘটেছে । এ ঘটনা ঘটে শুক্রবার দিবাগত গভীর রাতে রংপুর- বগুড়া মহাসড়কের উপজেলার বিশমাইল নামক স’ানে ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ২ টায় ভেন্ডাবাড়ী থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া গামী চাল বোঝাই একটি ট্রাককে (সিরাজগঞ্জ ট-১১-০০২৯) হাইওয়ে টহল পুলিশ বর্ণিত স্থানে থামিয়ে দেয় । এ সময় রংপুর থেকে বগুড়া গামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬- ৬২২৫) সামনের দাড়ানো ট্রাকটির পিছনে ধাক্কা লাগে । এতে পাথর বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচরে গেলে ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয় । অপর দিকে রংপুর থেকে বগুড়া গামী অপর একটি পিক ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৪-৯৯৪৪) সামনের দুঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাকটির পিছনে ধাক্কা লাগে । এতে পিকআপটির ষামনের অংশও দুমরে মুচরে গেলে পিক আপের চালক, হেলপার সহ অপর ২ যাত্রী আহত হয় । আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশের এস,আই দুরুল হুদা এক কনষ্টেবলকে নিয়ে সরকারী মটরসাইকেল নিয়ে ঘটনাস’লে পৌছিলে ক্ষুদ্ধ জনতা হাইওয়ে পুলিশের ৩ সদস্যকে প্রহার করে এবং পুলিশের মটর সাইকেলটিতে অগ্নি সংযোগ করলে ঘটনাস’লেই মটরসাইকেল টি ভস্মিভুত হয় ।
এ দুঘর্টনার ব্যাপারে এলাবাসীর অনেকেই জানান পুলিশ চাল বোঝাই ট্রাকটি থামিয়ে চাদা দাবী করায় এ দুর্ঘটনা ঘটে এ কারনেই জনতা মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশিদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাসির জন্য ট্রাকটি থামানো হয়েছিল। হাইওয়ে পুলিশের বগুড়া জোনের এসপি ইসরাইল হাওলাদার শনিবার সকালে ঘটনাস’ল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …