22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে মরা গরু জবাই করার অপরাধে কসাইয়ের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে মরা গরু জবাই করার অপরাধে কসাইয়ের কারাদন্ড

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে মরা গরু জবাই করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত রইছ উদ্দিন নামের কসাইয়ের এক কর্মচারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। রাণীনগর থানার ওসির দায়িত্বেরত এস আই জাকারিয়া জানায়, গত শনিবার সন্ধা সাড়ে ৬টায় রাণীনগর বাজারের জনৈক রইছ উদ্দিন নামের এক কসাই উপজেলার কাটরাশইন গ্রাম থেকে একটি গর্ভবতী গাভী ১২ হাজার টাকায় ক্রয় করে একটি ভটভটি যোগে বাড়ীতে নিয়ে আসার পথে রাণীনগর রেলগেটের নিকট আসলে গাভীটি মারা যায়। তখন কসাইয়ের কর্মচারী নাজমুল (২০) ভটভটি নিয়ে রাণীনগর সরকারি গোরস’ানের কাছে নির্জন বাগানে নিয়ে আসে এবং ভটভটির উপর সেভ করার ব্লেড দিয়ে জবাই করে। এসময় জনতা দেখতে পেয়ে আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরউদ্দিন আল ফারুক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মরা গরু জবাই করার অপরাধে নাজমুল নামের ওই কর্মচারীকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নুরউদ্দিন আল ফারুক জানান, গাভীটির পেটে বাচ্চা ছিল। অপরদিকে গরুটি মরা এবং ব্লেট দিয়ে গরুটি জবাই করা হয়েছে। সাজাপ্রাপ্ত নাজমুল উপজেলার চকাদিন গ্রামের ওসমান আলীর ছেলে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …