7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদুত ড্যান মোজিনা

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদুত ড্যান মোজিনা

এনবিএন ডেক্সঃ মার্কিন রাষ্ট্রদুত ড্যান মোজিনা বলেছেন, সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট দুর করতে সরকার ও বিরোধী দলকে এগিয়ে আসতে হবে। সঠিক গনতন্ত্র চর্চার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দলকে এক কাতারে আসার আহবান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ৫ দিনের উত্তরাঞ্চল সফরের শেষ দিনে রাজশাহী থেকে ড্যান মোজিনা ও তার স্ত্রী গ্রেইস মোজিনা দুপুরে বৌদ্ধ বিহারে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নওগাঁ জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান। রাষ্ট্রদুত পাহাড়পুর দর্শনে অভিভুত হন এবং মনত্মব্য করেন বাংলাদেশে দেখার জন্য অনেক কিছু রয়েছে। এর আগে তিনি পাহাড়পুর বাজারে ইউএসআইডি এর অর্থায়নে পরিচালিত এসএমসি ব্লু স্টার সেন্টার পরিদর্শন করেন এবং সেখানকার ডাঃ মোঃ আবু তালেব এর সাথে কিছু সময় কাটান।#

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …