পিরোজপুর প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি উপলড়্গে কারক নাট্য সম্প্রদায় আয়োজিত শিশু কিশোরদের অংশগ্রহণে বর্ণলিখন প্রতিযোগিতা ‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাকলে স’ানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পিরোজপুরে বিভিন্ন শিড়্গা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
আয়োজক সংস’া সূত্রে জানা যায়, সংস’ার ২৫বছর পূর্তি উপলড়্গে সারা দেশ ব্যপি এ প্রতিযোগিতার আয়োজন কারা হয়েছে। এর অংশ হিসেবে পিরোজপুরে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবিন শিড়্গক বিজয় কৃষ্ণ মন্ডল। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন অধ্যড়্গ প্রতুল ব্রহ্ম, মোহসেনাতুন্নেসা মাসুমা, সালেহ উদ্দীন সেলিম, আ.ফ.ম.রেজাউল করিম, খালিদ আবু ও তাপস ভট্টাচার্য।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …