পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় গত শুক্রবার গভীর রাতে মঠবাড়িয়া পৌরশহরের ৩নং ওয়ার্ডের শ্রী নিত্যানন্দ (মন্টু) শীলের বাড়ীর আঙ্গিনার শ্রী শ্রী গৌর গদাধর মন্দিরে দুধর্ষ চুরি সংগঠিত হয়। মন্দির চুরির সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা ও অফিসার ইনচার্জ শেখ আবু যাহিদ ও ওসি (তদন-) আঃ রব খান ঘটনা স’ল পরিদর্শণ করেন। এঘটনায় মন্টু শীল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
দুবৃর্ত্তরা মন্দিরের তালা ভেঙ্গে ৬টি পিতলের মুর্তি ও ঠাকুরের বিছানার নিচে থাকা নগদ ২০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। মন্টু শীল জানান, তার মা শ্রী চম্পক লতা সকালে মন্দিরে পুজা করতে গেলে দেখে ঘরের দরজার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা মন্দিরের যাবতীয় মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়াও বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে রেখে গেছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ শেখ আবু যাহিদ জানান দুর্বৃত্তদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …