7 Boishakh 1431 বঙ্গাব্দ শনিবার ২০ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে ভূয়া ঠিকানায় চাকরি নেওয়ার অভিযোগে তদন্ত

জিয়ানগরে ভূয়া ঠিকানায় চাকরি নেওয়ার অভিযোগে তদন্ত

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরের কমিউনিটি ক্লিনিকে ভুয়া ঠিকানায় চাকরি নেওয়ার অভিযোগে তদন্ত করেছে ৩ সদস্যের তদন্ত টিম। পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের ভবানীপূর গ্রামের বাসিন্দা পরিচয়ে খানজাহান শিকদার কমিউনিটি হেলথ্‌ কেয়ার প্রোভাইডার পদে ঠিকানা গোপন করে চাকরি নেয়। চাকুরী নেওয়া খানজান শিকদারের বিরুদ্ধে ঠিকানা গোপন করার অভিযোগে ওই পদের প্রার্থী একই ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের মোঃ হাফিজুর রহমান কমিউনিটি হেলথ্‌ কেয়ার এর প্রকল্প পরিচালকের কাছে তার বিরুদ্ধে ঠিকানা গোপন করে চাকুরী নেওয়ায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল গনির নেতৃত্বে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ রামকৃষ্‌ন সাহা এই তিন সদস্যের তদন্ত টিম সরজমিনে ভবানীপূর গ্রামে গিয়ে অভিযুক্ত কমিউনিটি হেলথ্‌ কেয়ার প্রোভাইডার খানজাহান শিকদারের বিষয় তদন্ত করেন। তদন্তে খানজাহান শিকদার তদন্ত টিমের কাছে তার স্থায়ী ঠিকানা জিয়ানগর উপজেলার ভবানীপূর গ্রামে তাহা দেখাতে পারেনি। তার জমির দলিলে তার বাড়ি পার্শ্ববতী মোড়েলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তবে চাকুরীর আবেদনের সময় এ উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের নগরিকত্ব সনদ পত্রে এ উপজেলার বাসিন্দা বলে প্রতিয়মান হয়। তদন্ত টিমের সদস্য সচিব ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, অভিযুক্ত খানজাহান শিকদারের স্থায়ী ঠিকানা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তদন্তে কাজ চলছে এখনও চুড়ান্ত রিপোর্ট দেওয়া হয়নি। এ বিষয়ে খানজাহান শিকদার জানান আমার স্থায়ী ঠিকানা জিয়ানগর উপজেলার ভবানীপূর গ্রাম।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …