15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / চেয়ারম্যান কারাগারে

চেয়ারম্যান কারাগারে

পিরোপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন বাবু সহ ৩জনকে চাল আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুরের বিচারিক হাকিম মিজানুর রহমানের আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভান্ডারিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ মতিউর রহমান জানান, গেল ঈদুল আজহা’য় ইকরি ইউনিয়নের দুস’দের জন্য জিআর এর চাল বরাদ্ধ হয়। এ চাল থেকে ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন বাবু অন্যদের সহযোগীতায় ৭৬ বস-া চাল আত্মসাত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে ইকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন বাবু, একই ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ বড়াল, ভান্ডারিয়া উপজেলার ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবুল ফারুক ও ট্যাগ (তদারকি) কর্মকর্তা মোঃ নজরুল আলমকে আসামী করে ৩ নভেম্বর ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করি। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মামলার পর ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন বাবু, ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ বড়াল, ভান্ডারিয়া উপজেলার ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবুল ফারুক উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। মামলার অন্য আসামী তদারকি কর্মকর্তা মোঃ নজরুল আলম পলাতক। আসামী পক্ষের আইনজীবী কানাই লাল বিশ্বাস জানান, ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন বাবু, সচিব আশুতোষ বড়াল, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবুল ফারুক উচ্চ আদালত থেকে ১ মাসের জামিন নিয়েছিল। নির্ধারিত তারিখে বৃহস্পতিবার তারা নিন্ম আদালতে (পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে) হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …