7 Agrohayon 1431 বঙ্গাব্দ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় বিস্তীর্ণ ফসলের মাঠে ধান কুড়াতে ব্যস্ত মাধুকরের দল

নওগাঁয় বিস্তীর্ণ ফসলের মাঠে ধান কুড়াতে ব্যস্ত মাধুকরের দল

এনবিএন ডেক্স: নওগাঁর ১১টি উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠে মাধুকরের দল ধান কুড়ানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১লক্ষ ৯৮ হাজার ৬৩৬ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন দান হয়েছে। আগাম জাতের ধান কাটা মাড়াইয়ের কাজ এক মাস আগেই শেষ হয়েছে। এখন নাবী (নমলা) জাতের ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে। সেই হিসেবে কৃষান-কৃষানিরা ধান কাটা মাড়াইয়ের ৮০ ভাগ কাজ শেষ করেছে। কৃষক ধান কেটে নিয়ে যাওয়ার পর জমি ফাঁকা পড়ে রয়েছে। আগামী ফসল চাষের অপেক্ষায় কৃষকেরা জমি পতিত রেখেছে। বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে এখন ধানের গোড়ালী পড়ে আছে। গোড়ালির ফাঁক দিয়ে ঝরে পড়া সোনালী ধান উঁকি দিচ্ছে। কীটপতঙ্গের আক্রমণে অনেক ক্ষেতে ধানের শীষের শাখা প্রশাখা ভেফু মাটিতে পড়েছে। গ্রামের হতদরিদ্র পরিবারের বউ-ঝি ও ছেলে মেয়েরা সেই ধান কুড়িয়ে নিচ্ছে। মাধুকররা (ধান কুড়ানোর কাজে নিয়োজিত) হাতে ডালা, চালুন আর ব্যাগ নিয়ে মাঠে নেমেছে। আবার অনেকের কাঁধে কোদাল, হাতে শাবল রয়েছে। তারা দল বেঁধে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। তাদের অনুসন্ধানি দৃষ্টি শুধু কেটে নিয়ে যাওয়া ধান ক্ষেতের নাড়ার ফাঁক দিয়ে মাটির দিকে। ইঁদুরের গর্ত কিংবা ঝড়ে পড়া ধান দেখলেই ওদের চোখে মুখে সোনালী হাসি ফুটে ওঠে। কৃষকের ক্ষেত থেকে ইঁদুর ধানের শীষ কেটে নিয়ে আপদকালীন খাদ্য হিসেবে গর্তে মজুদ রাখে। মাধুকরের দল সেই গর্ত খুড়ে ইঁদুরের খাদ্য বের করে নেয়। এছাড়া মাটি থেকে থেকে একটি একটি করে ধান কুড়িয়ে মুঠোয় করে ডালায় ভরে। অভাবের তাড়ানায় তাদের ক্লান্তির ছোঁয়া লাগেনি। গত দুই মাস ধরে তারা ক্লান্তিহীনভাবে প্রতিদিন ধান কুড়াচ্ছে। আগে শুধুমাত্র আদিবাসী পরিবারের লোকজন এ মৌসুমে ধান কুড়ানো ও ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করতো। কিন’ এখন এ কাজের সাথে গ্রামের অভাবী পরিবারের লোকজন জড়িয়ে পড়েছে। প্রতিজন মাধুকর দৈনিক ৩/৪ কেজি করে ধান সংগ্রহ করে। নওগাঁ সদরের কিত্তিপুর গ্রামের ধান কুড়ানি আছমা খাতুন জানান, বছরের বার মাস চাল কিনে ভাত খাই। এনা পিঠা-চিড়া খাওয়ার শখ হয়, তা ধান পামু কুনটি। তাই এসময় আসলে ধান খুঁটি। আছমা খাতুন একা নয়, ওর মত অন্যান্য ধান কুড়ানিরাও একই কথা জানায়।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …