14 Chaitro 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ ভাংতে জিয়ানগরে মাদ্রাসা গুলোতে সমাবেশ ও জাতীয় সংগিত

উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ ভাংতে জিয়ানগরে মাদ্রাসা গুলোতে সমাবেশ ও জাতীয় সংগিত

পিরোজপুর প্রতিনিধি: উপজেলা প্রশাসনের বিভিন্ন সভায় জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসা গুলোতে ক্লাশ শুরুর পূর্বে সমাবেশ ও জাতীয় সংগিত হয়না  এমন অভিযোগ অস্বিকার করে জিয়ানগরে বিভিন্ন মাদ্রাসায় সমাবেশ ও জাতীয় সংগিত শুরু হয়েছে। উপজেলার ৬ কিঃ মিঃ দুরে পত্তাশী  এস দাখিল মাদ্রাসায় ২০১২ সালের জানুযায়ী মাসের ০১ তারিখ থেকেই ক্লাশ শুরুর  ১৫ মিঃ পূর্বেই ছাত্র ছাত্রীদের সমাবেশে পিটি, কোরআন তেলাওয়াত, শফত ও জাতীয় সংগিত আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এতে ঐ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করছে। উপজেলার ১৮টি মাদ্রাসা ও ১১টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভাংগতে প্রতিষ্ঠানটি নুতন বছরের শুরুতেই এ ভাবে ব্যবস্থা করেন। এবং ছাত্র ছাত্রীদের জাতীয় সংগিত বাধ্যতামুলক মুখস্ত করার ঘোষনা দেন। ঐ প্রতিষ্ঠানের প্রধান সুপার মাওঃ তাজাম্বুল হোসেন জানান আমরা নিয়মিত সমাবেশ ও জাতীয় সংগিত পরিবেশন করার চেষ্টা করি।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …