23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / নওগাঁর মান্দায় কৃষক লীগের নানা কর্মসূচী

নওগাঁর মান্দায় কৃষক লীগের নানা কর্মসূচী

এনবিএন ডেক্সঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি ও তাঁর আত্নার মাগফিরাত কামনা করে মান্দা থানা কৃষকলীগের নেতাকর্মীরা নানা কর্মসূচী হাতে নিয়েছে। মান্দা থানা কৃষক লীগের সভাপতি ও স্থানীয় এমপি’র ছেলে সুজাউদ্দৌলা বিপ্লব তার বাবার পাশাপাশি ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সমাজের জনহিতকর নানা কর্মসূচী গ্রহণ করেছে। গত ক’দিন ধরে তরুন ও তেজি নেতা বিপ্লব তার ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ইতি মধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ স্থানে গরিব-দুখীদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মাইকিং করে এক দিনের ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ আর্থিক সহযোগীতা, দুস্থ, গরীব, অসহায়দের শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ নানা সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। উপজেলা সদর হাসপাতাল, উপজেলার বিভিন্ন ক্লিনিকে রুগিদের মধ্যে কমলা, আপেল, বিস্কিট বিতরণ সহ নানা সেবা প্রদান করছেন। এ পর্যন- উপজেলার দুস্থ্য, গরীব ও অসহায় ২০ হাজার জন লোকের মাঝে ২০ হাজার পিচ শীতবস্ত্র, ৩৫ হাজার জনের মধ্যে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। আগামী ১৫ জানুয়ারি পর্যন- তাদের এসব সেবা কর্যক্রম চলবে । ২০০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার বিরতণ করা হয়েছে ৫কেজি করে। কৃষকলীগের সভাপতি বিপ্লবের পারিবারিক অনুদানের অর্থের সহযোগীতাই এবং তার নিজ উদ্যোগে কৃষকলীগ সহ ত্যাগী নেতাকর্মী ও বিভিন্ন মহলের জনসেবামনা মানুষের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে ওই সকল সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলার মৈনম ইউনিয়নের আশরাফুল ইসলাম তাদের সেবা মূলক কার্যকলাপে মুগ্ধ হয়ে নিজ তহবিল থেকে স্বেচ্ছায় নগদ ১ লক্ষ টাকা ও চলতি মাসে আরও ৪ লক্ষ টাকা তাদের মাধ্যমে সেবা প্রদানের কাজে ব্যয় করার জন্য অঙ্গিকার করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাটে কৃষক লীগ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেবার প্রদানের সংবাদে অসহায়দের পাশে দাঁড়ানো জনৈক পল্লি চিকিৎসক গৌতম কুমার পাল নগদ ৫’শ টাকা অনুদান দিয়ে কৃষকলীগের অঙ্গ সংগঠনকে আরও উৎসাহিত করেন। শুধু আশরাফুল, গৌতমই নয় এ রকম বহু ত্যাগী নেতাকর্মী ও সেবামনা উদ্যোমী মানুষই স্বেচ্ছায় দান করে তাদের সহযোগীতার হাতকে আরও শক্তিশালী করছে। উপজেলা কৃষকলীগের সভাপতি বিপ্লব জানান, বাবার পাশাপাশি শেখ মুজিবের আদর্শ বুকে ধারন করে ও জনদরদী মানসকন্যা শেখ হাসিনার সেবামূলক নানা কর্মসূচীর প্রতি অনুপ্রানিত হয়ে বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাতের জন্য মান্দা বাসীর দ্বারে দ্বারে এসব সেবা প্রদান করে দোয়া চেয়ে বেড়াচ্ছেন। #

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …