সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাল গ্রামে শ্বশুড় বাড়ি থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসি কর্তৃক খবর পেয়ে বেলকুচি থানার পুলিশ আজ (বুধবার) সকালে লাশটি উদ্ধার করে। পুলিশ ধারনা করছে, মঙ্গলবার গভীর রাতে গ্রহবধুটি মারা গেছে। গ্রহবধুটি আত্নহত্যা করেছে, না-কি তাকে শশুড় বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে, তা এখনও তারা নিশ্চিত নন। তবে ঘটনার পর পরই শ্বশুড় বাড়ির লোকজন পালিয়েছে। নিহত আঁখি সূত্রধর (১৮) অসীম সূত্রধরের স্ত্রী। নিহতের বাবা নান্টু সূত্রধর জেলার উল্লাপাড়া উপজেলা বরহর গ্রামের অধিবাসি। দেড় বছর আগে আঁখির বিয়ে হয়। তার সাত মাসের একটি ছেলে শিশুও রয়েছে। এদিকে, গৃহবধুটির মামা-শ্বশুড় স্বপন সূত্রধর আত্বহত্যা দাবি করে বলেন, বিয়ের সময় আঁখির পরিবার থেকে ২০ হাজার টাকার যৌতুক দেয়া হলেও প্রতিশ্রুতির এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার পরিশোধ করা হয়নি। পরে স্বর্ণালঙ্কার বাবদ মাত্র ১০ হাজার টাকা দিলে বধুটির সাথে তার ভাগ্নে অসীমের মাঝেমধ্যেই ঝগড়া হতো। আর এ কারনে বধুটি আত্বহত্যা করতে পারে বলেও তাদের ধারনা। অন্যদিকে, বেলকুচি থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ কামরুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল রির্পোটে বধুটির গলায় নখের আচর ও বা-পায়ের বৃদ্ধাঙ্গুলে যখমের চিহ্ন পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে বেলকুচি থানায় নিয়ে যাওয়ার পর পরে ময়না তদনে-র জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা হবে, না হত্যা মামলা হবে, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা জায়নি। ময়না তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …