এনবিএন ডেক্স:- নওগাঁর মান্দায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলী দেয়ার সময় অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা প্রশাসনিক কোন কর্মকর্তা উপসি’ত না থাকায় হুড়োহুড়ি করে পুষ্পসতবক অর্পণের ঘটনা ঘটেছে। শহীদ মিনারে অব্যবস’াপনায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার মান্দা থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। আজ রোববার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও কর্মসূচির ঘোষনা দিয়েছে থানা বিএনপি।
থানা বিএনপির সভাপতি মকলেছুর রহমান জানান, প্রতি বছর শহীদ মিনারে ইউএনও উপসি’ত থেকে ধারাবাহিক ভাবে শ্রদ্ধাঞ্জলী দেয়ার ব্যবস’া করে থাকেন। কিন’ এ বছর রহস্যজনক কারণে ইউএনও কিংবা উপজেলার কোন প্রশাসনিক কর্মকর্তা সেখানে উপসি’ত না থাকায় বিশৃঙ্খলার মধ্যে হুড়োহুড়ি করে শ্রদ্ধাঞ্জলী জানাতে হয়েছে। থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক জহুরুল ইসলাম বলেন, এটা দুঃখজনক ঘটনা। একই সঙ্গে এটি ইউএনও’র স্বেচ্ছাচারিতা বলে তিনি অভিযোগ করেন।
এদিকে শহীদ মিনারে অব্যবস্থাপনার অভিযোগে থানা বিএনপি শুক্রবার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্থা মোড়ে প্রতিবাদ সমাবেশে করেছে। সমাবেশে থানা বিএনপির সভাপতি মকলেছুর রহমান সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সহ-সভাপতি মনোজিত কুমার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, যুবদলের আহবায়ক সাইদুর রহমান, ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকতার শাসি-মূলক ব্যবস্থাসহ অপসারনের দাবি জানান।
অভিযোগ রয়েছে, বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলী দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামান শহীদ মিনারে উপসি’ত ছিলেন না। তাঁর অনুপসি’তিতে এসময় উপজেলার কোন কর্মকর্তাকেও দায়িত্ব দিয়ে সেখানে নিয়োজিত রাখা হয়নি। এতে শহীদ মিনারে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়। তবে ইউএনও মুন্সী মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ৩১ বার তোপধ্বনীর সময় তিনি সেখানে উপসি’ত ছিলেন। এছাড়া রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী দেয়ার সময় তিনি নিজে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষে তিনি সকাল ৬ টা ৩৫ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন বলে জানান।#
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে অব্যবস্থাপনার অভিযোগ, বিক্ষোভ সমাবেশ
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …