7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / আন্তর্জাতিক / সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে সাহারা খাতুন (২২) নামের এক গৃহবধুকে যৌতুকের দাবিতে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। জানা যায়, সাতবাড়িয়া গ্রামের খলিল সরকার সাথে ২ বছর পূবে উপজেলার সোনতলা গ্রামের সাহারা খাতুনের বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী খলিল সরকার বিভিন্ন সময় বাড়তি যৌতুকের টাকার জন্য সাহারা খাতুনকে মধ্যেযুগীয় কায়দায় মারপিট করতো। রবিবার খলিল আবারও যৌতুক দাবি করে সাহারার উপর নির্যাতন চালালে সে স্বামীর অত্যচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যায়। মঙ্গলবার বিকালে স্ত্রীকে আর মারপিট না করার প্রতিশ্রুতি দিয়ে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসার সময় পথেই তাকে আবার বেদম মারপিট করে  গুরুতর আহত অবস’ায় পৌর শহরের একটি বেসরকারী হাতপাতালের সামনে ফেলে চলে যায়। পরে ঘটনাস’লেই সাহারা মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস’ল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই স্বামী খলিল সরকার পলাতক রয়েছে।

আরও পড়ুন...

মামলা তুলে নেয়ার জন্য আসামীদের হুমকি নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা মৃত্যুর প্রহর গুনছে

এনবিএন ডেক্সঃ গত ১২ মে নওগাঁ সদও উপজেলার চন্ডীপুর গ্রামে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে …