এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ঘোষিত ঔষধ বিক্রির দায়ের ১ ব্যক্তি জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। থানা সূত্র জানিয়েছে গত ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে এস আই তোজাম্মেল হক সহ সঙ্গীয় ফোর্স এক অভিযান চালিয়ে উপজেলার পৌর সদরস’ টিএন্ডটি মোড়ে মামুন ফার্মেসী হতে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সিনেগ্রা (১০০) ৮০ টি ও টারগেট (১০০) ১৫টি উদ্ধার করে দোকান মালিক হামিদুল ইসলাম (৪২) কে আটক করে। পরদিন ১৩ ডিসেম্বর আটককৃত ঔষধ ব্যবসায়ী হামিদুল ইসলামকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাঃ মিজানুর রহমান সরকার ১০ হাজার টাকা জরিমানা করেন। আটককৃত ঔষধ ব্যবসায়ী উপজেলার উত্তর চকযদু গ্রামের মোঃ গছির উদ্দিনের ছেলে। মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ও প্রশাসন যখন ব্যস্ত ঠিক এমন সময় ঔষধ ব্যবসায়ীরাই মাদক আমদানীতে ব্যস্ত সময় কাটাচ্ছে। আইনকে ফাকি দিয়ে পুলিশের নাকের ডগায় অবাধে এসব অবৈধ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করে চলেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …