14 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগর কলারন খোলপটুয়া সড়কে একই স্থানে তিন টি নালা যান চলাচল ব্যাহত

জিয়ানগর কলারন খোলপটুয়া সড়কে একই স্থানে তিন টি নালা যান চলাচল ব্যাহত

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরের কলারন খোলপটুয়া সড়কে একই স্থানে তিন টি নালা হয়ে যাওয়া ৬ মাস ধরে যানবাহন চলাচল ব্যাহত। বেড়েছে জন দূর্ভোগ। উপজেলার ১০ কিঃ মিঃ দুরে সিডর বিধ্বস্ত বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামের অন্যতম এলজিইডির নির্মিত কলারন খোলপটুয়া সড়কের মাঝে ১০ গজের মধ্যে ৩ টি বড় বড় নালা হয়ে যাওয়ায় ৬ মাস ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কটির দক্ষিন প্রান্তে মুনশির হাট বাজার, খোলপটুয়া প্রাথমিক বিদ্যালয় ও দুটি ইট ভাটা রয়েছে। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সড়ক। কারপেটিং করা এই সড়কটির মাঝে তিনটি বড় বড় নালা হয়ে যাওয়া সাধারন যাত্রী সহ মালামাল পরিবহন করতে সিমাহীন কষ্ট শিকার করতে হচ্ছে। অথচ এদিকে স’ানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা এলজিইডি বিভাগের কোন দৃষ্টি নেই। ফলে এলাবাসি সুপারির গাছ ফেলে পাড়াপারের কাজ চালাচ্ছে। এ বিষয় জিয়ানগর এলজিইডি অফিসে যোগাযোগ করলে অফিস সুত্রে যানাযায় ঐ সড়কে কয়েকটি বক্স কালভাট করা জরুরী। বরাদ্ধ সাপেক্ষে কালভাট নির্মান করা হবে। স্থানীয় বাসিন্ধা মাওলানা সহিদুল ইসলাম জানান কলারন খোলপটুয়া সড়কে জরুরী ভিত্তিতে কালভাট নির্মান প্রয়োজন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …