পিরোজপুর প্রতিনিধি: মুসলিম এইড বাংলাদেশ নাজিরপুর শাখার উদ্যোগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আই, ডি, বি) এর ফায়েল খায়ের প্রোগ্রামের আওতায় গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় নাজিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ”গরু ওমুরগি পালন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা উদ্বোধন করেন এবং প্রধান অতিথি নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার শাওগাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন নাজিরপুর শাখার ফায়েল খায়ের প্রোগ্রামের লোকাল কমিটির সভাপতি ও নাজিরপুর উপজেলা ভাইসচেয়াম্যান মোহাম্মাদ আলী শিকদার । প্রশিক্ষক হিসাবে উপসি’ত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তরূণ কুমার সিকদার। কর্মশালা পরিচালনা করেন মুসলিম এইড বাংলাদেশ নাজিরপুর শাখা ব্যবস’াপক, মোঃ মিজানুর রহমান সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম সুপারভাইজার আব্দুল কুদ্দুস। উলেলখ্য যে উক্ত কশর্মশালায় ২৫জন উপকার ভোগি সদস্য অংশগ্রহণ করেন ।
Home / সারাদেশ / বরিশাল / নাজিরপুরে ফায়েল খায়ের প্রোগ্রামের উদ্যোগে “গবাদিপশু ও মুরগি পালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …