7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গন ডাকাতি ১৫জন আহত, ১০লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গন ডাকাতি ১৫জন আহত, ১০লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ-নিমগাছী সড়কে শুক্রবার রাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের মারপিটে ১৫জন আহত হয়েছে এর মধ্যে ২ জনের অবস’া গুরুতর। নগদ প্রায় ১০লাখ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৯টার দিকে নিমগাছী ও তাড়াশ থেকে যাত্রীরা বাড়ি ফেরার পথে নিমগাছী-তাড়াশ সড়কের ধানকুণ্ঠি ব্রীজের নিকট সংঘবন্ধ ডাকাতদল সড়কে তাল গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্িট করে প্রায় ২ঘন্টা ব্যাপি গণডাকাতি করে। এ সময় ডাকাতদের বাঁধা দিলে তাদের মারপিটে তাড়াশ গ্রামের শামসুল (৪৫),পুলক (৩২) ঘরগ্রামের ব্যবসায়ী নাছির (৩০),উত্তর মথুরাপুর গ্রামের সাইদুর (৩৫) দাস গ্রামের দুলাল (৩৮), নিমগাছী শাহ আলমের ইট ভাটার ট্রাক ড্রাইভার এশারত (৪০),হেলপার আকতারুল (২৫),নাছির (২৯) সহ প্রায় ২৫/৩০ পথচারীদের কাছ থেকে প্রায় ১০লাখ টাকা, ২০টি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের মারপিটে গুরুতর আহত পলাশ ও শামসুল মির্জাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সাইদুর রহমানসহ অন্যান্যদের তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে সিরাগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন ঘটনাস’ল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …