21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় ৩০তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন উপলক্ষে পুরানো ব্যানারের মেরামত চলছে

নওগাঁর মান্দায় ৩০তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন উপলক্ষে পুরানো ব্যানারের মেরামত চলছে

এনবিএন ডেক্স: সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন উপলক্ষে উপজেলা সমবায় দপ্তর নানা কর্মসূচী হাতে নিয়েছে। উপজেলা সমাবায় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রাতের ঘুম হারাম করে নাওয়া খাওয়া প্রায় ছেড়ে দিয়ে অনেক রাত পর্যন- সরকারি কর্মসুচী সঠিক ও সুচারুরূপে উদ্‌যাপনের লক্ষে নানা হিসেব কষছে। কর্মসূচী উদযাপনের লক্ষে উপজেলা সমাবায় অধিদপ্তর ব্যানার লেখার জন্য অডারও দিয়েছেন। উপজেলার সদর রোড দিয়ে যাওয়ার সময় জাতীয় সমাবায় দিবস উপলক্ষে পুরানো ব্যানারে জোড়া তালি দিয়ে নানা ঢঙে অঙ্কিত করতে দাস আর্টের আলপনাকারীদের দেখা গেছে। সেখানে দেখা গেছে বিগত ২০০৭ সাল থেকে শুরু করে ২০১০ সালের ব্যানারের তারিখ, সাল, বার পরিবর্তন করে প্রস’ত করছে আলপনাকারীরা। এর মধ্যে ২০০৭ সালের ব্যানারের উপর ৫বার জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে রং তুলির ছোয়া পড়েছে। ২০০৯ সালের ব্যানারে পড়েছে ২য়বারের মতো রং তুলি। জানা গেছে, ৩গজ কাপড়সহ একটি ব্যানারের রং ও লিখনীসহ ৩শ’ টাকায় পাওয়া যায়। কিন’ জোড়া তালি দিয়ে নাম, তারিখ, সাল, বার পরিবর্তন করলে আলপনাকারীদের দেয়া হয় প্রতিনিটি ব্যানার বাবদ ২০ থেকে ৩০ টাকা।
এ ব্যাপারে উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আ: রশিদ-এর সঙ্গে কথা বলা হলে তিনি জানান, এ জাতীয় কর্মসূচী পালন করতে সরকারি বরাদ্দ প্রায় ৩ হাজার টাকার মতো। সেই টাকা থেকে নানা হিসেব কষে কর্মসূচীগুলো পালন করা হয়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …