22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌন হয়রানীর দায়ে বখাটে আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌন হয়রানীর দায়ে বখাটে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরে যৌন হয়রানী অভিযোগে রিপন (১৮) নামে এক বখাটে যুবককে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন এ দন্ডাদেশ দেন।উপজেলার খুকনী ইউনিয়নের রূপসী গ্রামের জয়নাল শেখের ছেলে বখাটে রিপনকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বখাটে যুবক  রিপন খুকনী স’লপাকড়াশি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক মেধাবী ছাত্রী (১৪)কে বেশ কিছুদিন যাবত স্কুলে যাওয়া আসার পথে নানা ভাবে উক্ত্যক্ত করত। ঘটনাটি অভিভাবক পর্যায়ে জানাজানি হলে রিপন ক্ষিপ্ত হয়ে গতকাল রোববার সকালে স্কুল চত্বরে মর্জিনাকে চর মারে এবং তাকে টানাহেঁচড়া করতে থাকে। এ সময় মর্জিনার চিৎকারে স্কুলের ছাত্ররা ও এলাকাবাসী বখাটে যুবক রিপনকে  হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। পরে রিপনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায়  বিচারক এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …