এনবিএন ডেক্স: গত বৃহস্পতিবার ভোররাতে (শুক্রবার) নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউপির আবাদপুর গ্রামের পাশের একটি মাঠ হতে সাতটি ভারতীয় অবৈধ্যভাবে আনা গরুসহ স’ানীয় জনতা ৬জন চোরাকারবারীকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। চোরাইকৃত গরুর আনুমানিক মূল্য ২ লক্ষা টাকা। শিহাড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিককের পরামর্শক্রমে ৪৬ বিজেবি ব্যাটিলিয়নের শিমুলতলী সীমান- ফাঁড়ির হাবিলদার সুলতানের নিকট আটককৃত চোরাকারবারী ও গরুগুলো হসত্মানত্মর করে। গরুসহ আটককৃত ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার শিরন্টি গ্রামের নিখিল চন্দ্র বর্মণ (২৭), সোনাডাঙ্গা গ্রামের জাবের আলী (২৮), মমিরুল ইসলাম (১৮), তরিকুল ইসলাম (২২), রফিকুল ইসলাম (২৫) ও শরিফুল ইসলাম (৩০)। এ বিষয়ে পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …