7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ নেতাকে বহিস্কারের দাবী পৌর বিএনপির

নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ নেতাকে বহিস্কারের দাবী পৌর বিএনপির

এনবিএন ডেক্স: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নওগাঁয় আগমন উপলক্ষে আয়োজিত প্রস’তি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি আমিনুর রহমান বিন্টুকে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগ এনে পৌর বিএনপি ২ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবী জানানো হয়েছে। তাদের বহিষ্কার সহ দলীয় বিধানে শাসিত্ম দাবী করে জেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদক বরাবর  লিখিত আবেদন জানানো হয়েছে।
পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরম্নন্নবী সাজা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদারের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নওগাঁয় এক জনসভায় ভাষন দেয়ার কর্মসূচী রয়েছে। চেয়ারপার্সনের নওগাঁয় জনসভা সফল করতে জেলা বিএনপি সহ বিভিন্ন অংগ সংগঠন সমূহের পৃথক পৃথক প্রস’তি সভা অনুষ্ঠিত হয়। এরই ধারবাহিকতায় গত ৯ অক্টোবর পৌর বিএনপি’র সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে এক প্রস’তি সভা আহবান করা হয়। দলীয় কার্যালয়ে জেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের উপসি’তিতে মতবিনিময় সভা চলার এক পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শবনম মোসত্মারী কলি নওগাঁ জেলা মৎস্যজীবি দলের সভাপতি আমিনুর রহমান বিন্টুকে ডেকে নিয়ে গিয়ে কথা বলার এক পর্যায়ে শারিরীকভাবে লাঞ্চিত করে এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে রক্তাক্ত জখম করে ফেলে এবং  অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর ফলে সভার স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন ঘটে। উপসি’ত নেতৃবৃন্দের হসত্মক্ষেপে বিন্টুকে আহত অবস্থায় উদ্ধার করে পুণরায় সভার কার্যক্রম শুরম্ন হয়। পরবর্তীতে জেলা ছত্রদলের যুগ্ম আহবায়ক এবং মহিল দলের নেত্রী কলির দেবর জেড, এইচ খাঁন মানিক তাঁর কিছু কর্মীদের সাথে নিয়ে সভাস’লে প্রবেশ করে পুণরায় হট্টগোল ও মারপিট শুরু করলে পুণরায় সভার কর্মকান্ড বন্ধ হয়ে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শবনম মোসত্মারী কলির স্বামী জাকির হোসেন খাঁন আওয়ামীলীগের সদস্য হওয়ায় নওগাঁ পৌর বিএনপির নেতৃবৃন্দের ধারনা, আওয়ামীলীগের  প্ররোচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী ১৯ অক্টোবরের জনসভা ব্যহত করার জন্যই এই অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। সভায় উপসি’ত সকল নেতৃবৃন্দ একযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সেখানে উপসি’ত জেলা বিএনপির নিকট শাসিত্ম ও বহিস্কারের জোর দাবী জানান। এদিকে ঐদিনের ঘটনায় জেলা মৎস্যজীবি দলের সভাপতি আমিনুর রহমান বিন্টু এবং শবনম মোসত্মারী কলি পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।#

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …