এনবিএন ডেক্স: নওগাঁ শহরের চাঞ্চল্যেকর ব্যাক ব্যাংকের কাষ্টমার রিলেশন অফিসার ইমরান হোসেন হত্যার মূল আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজশাহী র্যাব-৫ একটি অপারেশন দল অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকা থেকে মূল হত্যাকারী আব্দুর রহমান(৪৩) ও জিল্লুর রহমান (৪২) কে গ্রেফতার করে। র্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সকালে নওগাঁ ব্যাক ব্যাংকের কাষ্টমার রিলেশন অফিসার ইমরান হোসেন নওগাঁ শহরে অবসি’ত ’জয় ছাত্রাবাস” এ অবস’ান করছিল। সে সময় মোবাইল ফোনে একটি কল পেয়ে ইমরান ছাত্রাবাস থেকে বের হয়ে যায়। এর পর থেকে তার কোন সন্ধান না পাওয়া গেলে ২৪ সেপ্টেম্বর ইমরানের সহকারী কর্মি ব্যাংক শাখার ক্যাশিয়ার আব্দুল জলিল নওগাঁ মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন। গত ২৫ সেপ্টেম্বর নওগাঁ জেল খানার পশ্চিমে অবসি’ত ডোবার মধ্যে হাতে কাপড়ে মোড়ানো অবস’ায় একটি লাশ পাওয়া যায়। র্যাব জানায়, নিহত ইমরানের পরিবার র্যাব-৫ রাজশাহী বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব গোপন ও প্রকাশ্যে তথ্য অনুসন্ধানের মাধ্যমে সনার্ত করতে পারে যে, উক্ত হত্যাকান্ডের সাথে বগুড়ার দূপচাচিয়া উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহমান ও নাটোর নলডাঙ্গা থানার মির্জাপুর দিয়ারাপাড়ার বাহার উদ্দীন প্রমানিকের ছেলে জিল্লুর রহমান জরিত।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …