26 Agrohayon 1430 বঙ্গাব্দ রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ঈদপূর্ব মেরামত কাজ শেষ হবার মাত্র ৩ সপ্তাহের মধ্যে আবারও চলাচলের অনুপযুগি হয়ে পড়েছে

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ঈদপূর্ব মেরামত কাজ শেষ হবার মাত্র ৩ সপ্তাহের মধ্যে আবারও চলাচলের অনুপযুগি হয়ে পড়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে নলকা-হাটিকুমরুল-বনপাড়া মহসড়ক ঈদপূর্ব  ৮০ লাখ টাকায় মেরামত কাজ শেষ হবার মাত্র ৩ সপ্তাহের মধ্যে আবারও খানাখন্দ দেখা দিয়েছে সড়কটিতে। এর কারণে ওই মহাসড়কে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীরা আবারও দুর্ভোগ পড়েছে। সড়ক ও জনপথ সূত্র জানায়, ৫৫ কিঃ মিঃ দৈঘের এই মডেল মহাসড়কটির সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে পাবনার চাটমোহর উপজেলার কাছিকাটা পর্যন্ত  প্রায় ২৫ কিঃ মিঃ অংশে গত কয়েকদিনের বর্ষণে নতুন করে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, ওই রুটে চলাচলকারী চালক ও পথচারীরা ঈদপূর্ব তড়িঘড়ি মেরামত কাজকেই দায়ী করছেন। চালক ও পথচারীরা জানান,ওই মহাসড়কে নতুন সৃষ্ট খানাখন্দে সওজ আবারও আগের মতো জোড়াতালি মেরামত শুরু করেছে। হাটিকুমরুল গোলচত্বর থেকে কাছিকাটা পর্যন- বেশ কিছু অংশে বিটুমিন-কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। যা ক্রমেই বাড়ছে। এদিকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ,ট্রলি,অটোরিক্সা, রিক্সা ও ভ্যান চলাচলের জন্য বাইলেনটিও (ধীর গতির রাস্তা) ক্ষতিগ্রস- হওয়ায় ইঞ্জিন চালিত শত শত অবৈধ যানবাহন (শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন ও ট্রলি এবং অটোরিক্সা, রিক্সা ও ভ্যান) বর্তমানে মহাসড়ক দিয়েই চলছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিরল গ্রামের রিক্সাভ্যান চালক সালাম জানান, ধীর গতির রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়েই চলাচল করছে। একই কথা বলেন পাবনা জেলার চাটমহর উপজেলার ছাইকোলা গ্রামের নসিমন চালক জামরুল ইসলাম। সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী কে.এম. নূর-ই-আলম বলেন, ঈদের আগে ৮০ লাখ টাকা খরচ করে মহাসড়কটির মেরামত করা হয় গত কয়েক দিনের বৃষ্টিতে নতুন করে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে আমাদের করার কিছু নেই। তার পরও ইট-খোয়া, ব্যাট্‌স ও পাথর দিয়ে চলাচলের উপযোগী করা হচ্ছে। বাইলেন (ধীর গতির রাস্তা) মেরামত বিষয়ে বলেন, বর্তমানে মূল সড়ক নিয়েই আমাদের ঘুম নেই, তাই বাইলেনটির কথা এ মূহুর্তে ভাবছি না। তাছাড়া, ওই মহসড়কটির ঈদপূর্ব মেরামত কাজেরই বরাদ্দ এখনও পাওয়া যায়নি। বরাদ্দ পেলে বাইলেনটিও পর্যায়ক্রমে মেরামত করা হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু চালুর পর ১৯৯৮ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নলকা-হাটিকুমরুল-বনপাড়া সড়কটির উদ্বোধন করেন। চায়নার সিআরবিসি কোম্পানি মহাসড়কটি নির্মাণ করে। সওজের একটি সূত্র জানায়, মহাসড়কের ওই অংশে বালির পরিবর্তে চলনবিলের কাঁদা মাটি ব্যবহার করায় প্রতি বছরই এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়ান দিবস পালিত হয়েছে

এনবিএন ডেক্সঃ জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল …