14 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে চরম বীজ সংকটে আমন আবাদ ব্যাহত

জিয়ানগরে চরম বীজ সংকটে আমন আবাদ ব্যাহত

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে আমনের চরম বীজ সংকটে দিশেহারা উপজেলার কৃষককুল। চলতি বর্ষা মৌসুমে টানা বর্ষণ ও পরাপর কয়েকবার নিন্ম চাপের প্রভাবে পানিবদ্ধতার ফলে বীজতলা নষ্ট হওয়ায় বীজ সংকট দেখা দিয়েছে। অপর দিকে পানিবদ্ধতার কারনে ক্ষেতের পাকা ও আধাপাকা আউশ ধান নষ্ট হওয়ায় উৎপাদন লক্ষমাত্রা অর্জিত হয়নি। বীজ সংকটের কারনে অধিক মূল্যে বীজ কিনতে হচ্ছে কৃষকদের। বর্ষা মৌসুম ভারী বর্ষণ দিয়ে শুরু হলে কৃষকদের মধ্যে সেচের পানি না লাগার আশার সঞ্জার হয়েছিল। কিন্তু কৃষকদের সে আশা ফিকে হয়ে যায় টানা বর্ষণ ও নিম্ন চাপের প্রভাবে। অপরিকল্পিত স্লুইজগেট ও বেরীবাঁধ নির্মাণ এবং স্লুইজ গেটের যথাযথ রক্ষনা বেক্ষনের অভাবে পানি নিষ্কাশন হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বীজ তলা রক্ষা করতে পারে নাই কৃষককুল। বীজ সংকটে উপজেলার কৃষকদের মাঝে নীরব হাহাকার চলছে। উপজেলার ইন্দুরকানী গ্রামের কৃষক এনায়েত জানান, আমাদের বীজতলা নষ্ট হওয়ায় পিরোজপুর ও তেলিখালীসহ অনেক দূর থেকে বীজ কিনতে হয়েছে। যাতে অন্য সময়ের থেকে কয়েক গুন বেশী খরচ হয়েছে। আমি কিছু বর্গা জমি রেখে ছিলাম বীজ সংকটে তা ছেড়ে দিয়েছি। আবার অনেকে বীজের অভাবে আমনের জন্য তৈরীকৃত জমি চাষাবাদ করতে পারে নাই। তাদের উপজেলা কৃষি অফিসার অমিতাভ মন্ডল জানান,  টানা বর্ষনে প্রায় ৪৫ হেক্টর জমির বীজ তলার ক্ষতি হলেও ইতোমধ্যে কৃষকতা অনেকটা পুষিয়ে নিয়েছে। লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …