এনবিএন ডেক্স: নওগাঁর সদর উপজেলা সহ পৌরসভার পাকা সড়কগুলোর দীর্ঘদিনের জীর্ণদশায় ভেঙে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। পিছিয়ে গেছে মানুষের কাজের গতি। স্বাভাবিক চলাচলে মারাত্নক বিঘ্ন ঘটায় কেউই সময়ের কাজ সময়মতো সারতে পারছেন না। কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে ধাপে ভোগান্তি। কি শহর, কি গ্রাম। সমস্থ সড়কের একই দশা। মানুষজন সুস’ অবস্থায় বের হয়ে এখন অসুস্থ হয়ে বাড়ি ফিরছেন। চলাচল অযোগ্য সড়কে দুর্ঘটনা কবলিত হয়ে প্রতিনিয়তই কারো হাত ভাঙছে, কারো পা মচকে যাচ্ছে আবার কখনো প্রাণও হারাচ্ছেন কেউ। জানা যায়, উপজেলা সদরসহ মফস্বল এলাকার পাকা সড়কগুলো বছরের পর বছর ধরে সংস্কার ও মেরামত না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বাধ্য হয়ে এমন মৃত্যুফাঁদ দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, কার, মাইক্রো ও রিক্সা-ভ্যান সহ চলাচল করছে বিভিন্ন যানবাহন। জীর্ণ পাকা সড়কগুলোর মধ্যে রয়েছে উপজেলা সদরের থেকে তিলকপুর, শৈলগাছী, হাসাইগাড়ী, শিকারপুর, বর্ষাইল, বোয়ালিয়া সহ অন্যান্য সড়ক। গুরুত্বপূর্ণ এসব সড়ক ছাড়াও উপজেলায় রয়েছে একাধিক শাখা সড়ক। সব সড়কই এখন জীর্ণতার শেষ প্রান্তে চলে গেছে। সড়কের অধিকাংশ স্থানেই দীর্ঘদিন আগে ভেঙে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়েই ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে একদিকে সড়ক আরো নষ্ট হচ্ছে এবং প্রতিনিয়তই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। জানা গেছে, চলাচল অযোগ্য এসব সড়ক মেরামত ও সংস্কারে নতুন করে অর্থ বরাদ্দ দেয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে নীরব। অর্থ বরাদ্দ প্রাপ্তির কথা স্বীকার করে উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, নষ্ট হয়ে যাওয়া সড়কগুলোতে দ্রুত কাজ শুরু হবে। এছাড়া পৌর মেয়রের সঙ্গে কথা বললে তিনি জানান পৌরসভার আয়তনের তুলনায় উন্নয়নের বরাদ্দ খুবই কম থাকার কারণে পৌরসভার সড়ক গুলি সংস্কার করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন...
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫জন আসামীকে যাবজ্জীবন …