4 Agrohayon 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে নির্যাতনে ২ সন্তানের জননী হাসপাতালে

নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে নির্যাতনে ২ সন্তানের জননী হাসপাতালে

ডেক্স : নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে নির্যাতনে ২ সন্তানের জননী রিক্তা বানু(২৫) এখন হাসপাতালে যন্ত্রনায় ছটফট করছে। ঘটনাটি ঘটেছে গত সমবার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউপির হেলালপুর গ্রামে। রিক্তার ভাই শাহাদৎ জানান, ১৪ বছর আগে তার বোনকে নগদ টাকা ও আড়াই ভরি স্বর্ন দিয়ে হেলালপুর গ্রামের বনিজ এর পুত্র সাইদুল ইসলামের সাথে বিয়ে দেন। আরও যৌতুকের দাবীতে রিক্তার উপর তার স্বামী ও ননদ আনজু গত সোমবার লোহার রড় গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়েছে। গুরুত্বর আহত আবস্থায় মঙ্গলবার সকালে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে এনায়েতপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম জানান, রিক্তার স্বামী সাইদুল ইসলাম এর আগেও যৌতুকের দাবীতে রিক্তার উপর নির্যাতন চালায়।#

আরও পড়ুন...

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …