19 Bhadro 1432 বঙ্গাব্দ বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় আদিবাসী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

নওগাঁয় আদিবাসী বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

এনবিএন ডেক্স: নওগাঁ জেলার পোরশা উপজেলার ফুলবাড়ি এলাকার ফসলের মাঠ থেকে রোববার বেলা ১ টার দিকে সুফল ওরফে তেরা (৬০) নামের এক আদিবাসী  বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানী জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ ধারনা করছে। বৃদ্ধ উপজেলার ফুলবাড়ি বাঘডাঙ্গা গ্রামের মৃত গোরখা মুর্মুর ছেলে।
ছেলে রতন মুর্মুর বরাত দিয়ে পুলিশ জানায়, সুফল শনিবার বিকেলে গোসলের জন্য বাড়ির পাশের একটি পুকুরে গিয়ে আর ফিরে আসেনি। রোববার দুপুরে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ফাঁকা মাঠে এলাকার লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজিএম রেজাউল ইসলাম জানান, গত ১৫ বছর ধরে প্রায় ১০ বিঘা ধানী জমি নিয়ে সুফলের সাথে প্রতিবেশী কয়েকজনের বিরোধ চলছিল। ওই সূত্র ধরেই তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধারের পর ময়না তদন্ত জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। #

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

নওগাঁ প্রতিনিধি : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যে …