এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাট উপজেলার সদর ইউনিয়নের হাটিডাঙ্গা নামক স্থানে আকস্মিক ভাবে মাটি ফেটে পানি বের হচ্ছে। ঘটনাটি জানাজানি হলে এলাকার হাজার হাজার মানুষ সেটি দেখার জন্য ভীড় করছেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের মৃত খোয়াজ উদ্দীনের বাড়ীর পাশের একটি জমিতে বিকট শব্দে মাটি ফেটে পানি উপড়ে উঠতে শুরু করে। ঘটনাটি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে তারা মাটি চাপা দিয়ে পানি উঠা বন্ধ করার চেষ্টা করে ব্যার্থ হয়।
গত ৪ দিন পরও পানি উঠা বন্ধ না হওয়ায় এলাকার মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকে অলৌকিক পানি মনে করে মনের আশা পূরুন হওয়ার প্রত্যাশায় পানি সংগ্রহ ও পান করছেন। একই আশায় শত শত লোক বোতলে করে পানি নিয়ে বাড়ী ছুটছেন।
জমির মালিক খোয়াজ উদ্দীনের ছেলে সাইদুল ইসলাম সোমবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, আর্কষ্মিক ভাবে মাটি ফেটে পানি উঠায় ওই জায়গা বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সারাদিন ও গভীর রাত পর্যন- মানুষের মাঝে উঠে আসা পানি বিতরন করা হচ্ছে। পাশাপাশি সেখানে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। দিন যাচ্ছে আর লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে এবং এ নিয়ে এলাকায় ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে নওগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল বিভাগের প্রভাষক শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পানির স-র মাত্রাতিক নিচে নেমে যাবার কারনে গ্যাসের সৃষ্টি হয়ে এই ঘটনা ঘটতে পারে। #
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …