15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পত্নীতলায় হোম কোয়ারেন্টিন না মানায় ৩ জনের জরিমানা

নওগাঁর পত্নীতলায় হোম কোয়ারেন্টিন না মানায় ৩ জনের জরিমানা

এন বিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলায় ভারত ফেরত ৩জনকে হোম কোয়ারেন্টিন ভঙ্গ করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তারা হলেন পত্নীতলা উপজেলার দোচায় গ্রামের গোপাল চন্দ্র মোহন্তের ছেলে গোলাপ কুমার, নজিপুর গার্লস স্কুল সংলগ্ন এলাকার আমিনুল ইসলামের ছেলে আবু হানিফ ও বাদজাম ঘোষনগর গ্রামের আবদুল কবিরাজের ছেলে আইয়ুব হোসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকের জানান, তারা সবাই ১৩ মার্চ ভারত থেকে ফিরলে করোনা মোকাবেলার হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তারা হোম কোয়ারেন্টিনের শর্ত না মেনে বাজার সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে প্রশাসন কে জানায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গোলাপ কুমার ও আবু হানিফকে ৫হাজার টাকা ও আইয়ুব হোসেনকে ১০ হাজার জরিমানা করা হয়। এবং তাদরে ১৪ দিনের আগে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …