6 Boishakh 1431 বঙ্গাব্দ শনিবার ২০ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে ৮৭ লক্ষাধিক টাকা বরাদ্দে দুটি খাল খননের উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে ৮৭ লক্ষাধিক টাকা বরাদ্দে দুটি খাল খননের উদ্বোধন


এন বিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে ৮৭ লক্ষাধিক টাকা বরাদ্দে দুটি খাল পুনঃ খননের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার টুটিকাটা খাল ও ঘুকসী খাল পুনঃ খননের উদ্বোধন করেন বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি। নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ঘুকসী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)র সভাপতি কাউন্সিলর আব্দুল হাকিম, সম্পাদক শামীম রেজা, টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)র সভাপতি মোতারব প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, দুটি খাল পুনঃ খননে বরাদ্দ রয়েছে ৮৭ লাখ ২৩ হাজার ৪৬৮ টাকা, খাল দুটি খনন সম্পন্ন হলে কৃষি চাষাবাদ, মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে, বিশেষ করে খরিপ মৌসুমে পানি পাওয়া যাবে, যা দিয়ে হাস পালন, সব্জি চাষ উৎপাদন বৃদ্ধি সহ কৃষকদের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে ও তাদের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …