31 Bhadro 1432 বঙ্গাব্দ সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁ জেলা প্রেস ক্লাবের কমিটির  সভাপতি নবির-সম্পাদক সিদ্দিক  

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কমিটির  সভাপতি নবির-সম্পাদক সিদ্দিক  

এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলা প্রেস ক্লাবের ২০২০ সালের কার্য নিবাহী কমিটির নির্বাচনে মো. নবির উদ্দিন (দৈনিক করতোয়া) সভাপতি ও মোঃ আবু বকর সিদ্দিক (মাই টিভি/ দৈনিক ভোরের কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৪ সদস্যের নিবার্হী কমিটি গঠন করা হয়। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি (দৈনিক জনকণ্ঠ), ও নাছিমুল হক বুলবুল (দৈনিক বর্তমান) ,যুগ্মসম্পাদক এম আর রকি (সময় টিভি/বাংলাদেশ টুডে) ও মাহমুদুন নবী বেলাল (মোহনা টিভি), অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল হক (দৈনিক অবজারভার), দপ্তর সম্পাদক জিএম মিঠন (দৈনিক জাগো জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্বাস আলী (দৈনিক যুগান্তর)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাদেকুল ইসলাম (ইনডিপেনডেন্ট টিভি), বিশ্বনাথ দাস (অপরাধ অনুসন্ধান), মোঃ লোকমান আলী (এশিয়ান টিভি), এ. এস. এম রায়হান আলম (এটিএন বাংলা/এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্মলকৃষ্ণ সাহা, মোঃ আব্দুল লতিফ বকুল ও ফরিদুল করিম তরফদার।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …