14 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় মহান বিজয় দিবস পালিত

নওগাঁয় মহান বিজয় দিবস পালিত


এন বিএন ডেক্সঃ নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়া জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা প্রেসক্লাব, পৌরসভা, সদর হাসপাতাল, সিভিল সার্জন, নওগাঁ মেডিক্যাল কলেজ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। পরে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নিয়ামতপুর উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন। সোমবার সকাল ৯ টায় নওগাঁ ষ্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, ছালাম গ্রহন, ডিসপ্লে প্রদর্শনসহ বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজে সারাম গ্রহন করেন। বেলা ১১টার দিকে নওগাঁ জেলা আওয়ামীলীগের অফিস থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরনায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। পরে সেখানে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেকে সভাপতিত্বে মহান বিজয় দিবস তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …