6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / দেশে টেনিসের সম্প্রসারন যুব সমাজকে ক্রীড়াঙ্গনমূখী করতে বড় ভূমিকা রাখবে ——–খাদ্য মন্ত্রী

দেশে টেনিসের সম্প্রসারন যুব সমাজকে ক্রীড়াঙ্গনমূখী করতে বড় ভূমিকা রাখবে ——–খাদ্য মন্ত্রী

এন বিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশে টেনিসের স¤প্রসারন যুব সমাজকে ক্রীড়াঙ্গনমূখী করতে বড় ভূমিকা রাখবে। কারন যুব সমাজ তো এখন বিলিন হয়ে যাচ্ছে, দিনের পর দিন অন্য দিকে চলে যাচ্ছে। এই খেলার মাধ্যমে তারা উৎসাহিত হবে এবং যারা টেনিস প্রাকটিস করে তাদের যে অলস সময়টা কাটাবে তারা তাদের জীবন গড়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। এসময় মন্ত্রী যুব সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, তারা অন্য কোন জায়গায় সময় অপচয় না করে টেনিস ক্লাবে আসুক। টেনিস ক্লাবে এসে তাদের জীবনটা সুন্দর ভাবে গড়ে উঠুক এবং তারা টেনিস প্রাকটিস করে এই টেনিস খেলাকে আরো সমৃদ্ধশালী করে গড়ে তুলুক। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাবে জেলা প্রশাসক গোল্ডকাপ টেনিস টুর্নামেন্ট ২০১৯ এর প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন শেষে সাংবাকিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নওগাঁ টুনার্মেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রমীদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সরকার এমপি, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাক রাশিদুল হক, সাবেক এমপি শাহিন মোনয়ারা হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশিদ ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠক বৃন্দ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বগুড়া ষ্টেশন ক্লাব ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম ঢাকা অংশ নেয়। টুর্নামেন্টে স্বাগতিক দুটি দলসহ মোট ১৬ টি দলে ১১২ জন টেনিস খেলোয়ার অংশ নিচ্ছেন।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …