15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে ইসবপুর ইউনিয়নের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী -৪

নওগাঁর ধামইরহাটে ইসবপুর ইউনিয়নের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী -৪

এন বিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে ৭নং ইসবপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে  সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। উল্লেখ্য, ধামইরহাটের ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ওয়াদুদ সামা গত ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দীতা করছেন।  সোমবার সকাল ৯ টায় আ’লীগ সমর্থিত ইমরুল কায়েশ বাদল (নৌকা প্রতীক) চন্দ্রকোলা কেন্দ্রে , বিএনপি সমর্থিত প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম (আনারস) নিজ ভোটকেন্দ্র ধুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং মো. হুমায়ন (চশমা) প্রতীকে পোড়ানগর কেন্দ্রে ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ৩শত ১৮ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৭শত ৫৩ এবং মহিলা ভোটার রয়েছে ৮হাজার ৫শত ৬৫ জন। তবে ৯টি ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত সকল কেন্দ্রের মোট ৬৪% ভোট কাস্ট হয়েছে। বৈদ্যবাটি ও চন্দ্রকোলা ভোট কেন্দ্রে ৭৩% ও ইসবপুর ভোটকেন্দ্রে ৭১% ভোট দুপুর ২ টায় কাস্ট হয়েছে বলে প্রিজাইটিং অফিসার যথাক্রমে সোহেল রানা, ও শাহরিয়ার কবির ও কাজল কুমার জানান। তবে ভোট কেন্দ্রের বাইরে মানপুর, বৈদ্যবাটি ও বাদাল আশেকিয়া এলাকায় আ’লীগ-বিএনপি প্রার্থীদের সমর্থকদের সাথে বাকবিতন্ডা হলে র‌্যাব-পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে বুথ থেকে এজেন্টেদের বের করে দেয়া ও রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি সমর্থিত প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম। অপরদিকে আ’লীগ সমর্থিত প্রার্থী ইমরুল কায়েশ বাদল বলেন, শান্তিপূর্ণ ও স্বত্বঃস্ফূর্তভাবে ভোট দিতে ইসবপুর ইউনিয়নের জন সাধারণ ভোট কেন্দ্রগুলোতে ছুটে আসছে, মানপুর কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের লোকজনই আমাদের কর্মী ও ভোটারদের ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ধাওয়া করার চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধ করছে। তবে স্থানীয় ভোটাররা জানান আ’লীগ সমর্থিত প্রার্থী ইমরুশ কায়েশ বাদল ও বিএনপি সমর্থিত প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলমের সাথে ভোটের লড়াই হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা জাকিরুল ইসলাম জানান, যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি প্রস্তুত রয়েছে। এছাড়া একজন জুডিশিয়াল ও তিন জন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নির্বাচনী দায়িত্বে আছেন। এ রির্পোট লেখা পযর্ন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট গননার কাজ চলছিল।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …