14 Chaitro 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর নিয়ামতপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নওগাঁর নিয়ামতপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা

এনবিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুরে মহিলা কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন ও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নিয়ামতপুর থানা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ শামসুল আলম শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মোঃ মতিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। আলোচনা সভায় বক্তারা নিয়ামতপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন মুক্ত রাখতে এক সুরে সুর মিলিয়ে অঙ্গীকার করেন। সভা শেষে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগমকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …