6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / নওগাঁর ধামইরহাটের আলতাদীঘি জাতীয় উদ্যানে ভ্রমণপিপাসুদের উপচেপড়া ভীড়!!

নওগাঁর ধামইরহাটের আলতাদীঘি জাতীয় উদ্যানে ভ্রমণপিপাসুদের উপচেপড়া ভীড়!!

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী আলতাদীঘি জাতীয় উদ্যানে ভ্রমণপিপাসুদের উপচেপড়া ভিড় ল্য করা গেছে। আলতাদীঘি ও দু’শত বছরের পুরাতন শালবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীর্রা আগমন ঘটে। নওগাঁর একমাত্র প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা ধামইরহাটের বনাঞ্চলকে গত ২ বছর আগে জাতীয় উদ্যান ঘোষনা করা হয়েছে। এখন চলছে অবকাঠামো ও সৌন্দর্য বর্ধনের কাজ। ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত প্রায় দু’শ বছরের প্রাচীন আলতাদীঘি ও শালবনকে কেন্দ্র করে বর্তমান সরকার এলাকাটিকে জাতীয় উদ্যান ঘোষণা করেছে। স্বাধীনতা যুদ্ধে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে বৃহত্তর দিনাজপুর জেলার শালবন (বনাঞ্চল) ধ্বংস হলেও নওগাঁর ধামইরহাট উপজেলার মইশড়, দাদনপুর, খয়েরবাড়ী, মোল্লাপাড়া, অমরপুর ও জোতমাহমুদপুর মৌজা নিয়ে প্রায় ১ হাজার ২শ বিঘা জমির উপর শালবন (রির্জাভ ফরেস্ট) এখনও রয়েছে। বনের মূল্যবান গাছপালা চুরি রোধ ও শালপাতা সংগ্রহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বনাঞ্চল এখন গহিন বনভূমিতে পরিণত হয়েছে। এ বনাঞ্চল এমনিতেই এক সৌন্দর্যময় ঐতিহাসিক কীর্তি। বনের মাঝে ঐতিহাসিক আলতাদীঘি যার দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। উত্তর দেিণ লম্বা এবং উত্তর ধারের বেশ কিছু অংশ ভারতীয় এলাকা হওয়ায় দর্শনার্থী ও পর্যটকদের ভারতীয় কাটা তারের বেড়া ও দু’ দেশের আন্তর্জাতিক সীমানা পিলার দেখার সৌভাগ্য হবে পর্যটকদের। জাতীয় উদ্যান ঘোষণার পর ধামইরহাট উপজেলা সদর থেকে বনাঞ্চল ও দীঘি পর্যন্ত পাকা রাস্তা তৈরি করা হয়েছে। উপজেলা সদর থেকে ভ্যান, বাস, মাইক্রোবাস, ভুটভূটিযোগে ৩-৪ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে অনায়াসে। ভারত সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত আলতাদীঘি ও শালবনে বিরল প্রজাতির বিভিন্ন প্রকার জীবজন্তু ইতিমধ্যে অবমুক্ত করা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলে এ শালবন ও আলতাদীঘি জাতীয় উদ্যানকে দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। বগুড়া থেকে আসা একজন দর্শনার্থী আকমল হোসেন জানান, এলাকাটি নিঃসন্দেহে বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ স্থান। তবে ওই এলাকায় বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা থাকা জরুরি হয়ে পড়েছে। এছাড়া শালবন এলাকায় ঈদ মৌসুমে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন। পতœীতলা উপজেলার ভ্রমণ পিপাসু মোঃ মনিরুজ্জামান চৌধুরী মিলন বলেন, বন এলাকায় দূরের যাত্রীদের জন্য একটি রেস্ট হাউসের ব্যবস্থা দরকার। এ ব্যাপারে ধামইরহাট বনবিট কর্মকর্তা লণ চন্দ্র ভৌমিক বলেন, এবার ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে থেকে বিনোদন ও ভ্রমণ পিপাসু হাজার হাজার মানুষ বাস, মাইক্রোবাস, ইজিবাইক, প্রাইভেটকার, ভটভটি, টেম্পু ও ভ্যানযোগে এসে এ বনের সৌন্দর্য উপভোগ করছে। সবচেয়ে মজার ব্যাপার বিলুপ্ত প্রায় টমটম গাড়ী (ঘোড়ার গাড়ী) ও ঘোড়ায় চড়ে অনেক দর্শনার্থীর আগমন ঘটেছে এ বনে। শালবন ও প্রাকৃতিক সৌন্দয্যে ভরপুর আলতাদীঘিকে জাতীয় উদ্যান ঘোষণার পর থেকে অজগর, মেছো বাঘ, গন্ধগোকুল, তক, বানর, হনুমান, টিয়াসহ বিভিন্ন বিরল প্রজাতির প্রাণি এ বনে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় ব্ল্যাক কুইন জাতের বারোমাসি তরমুজ চাষে সাফল্য

এনবিএন ডেক্সঃ নওগাঁয় এই প্রথম মাচায় ব্ল্যাক কুইন জাতের বারোমাসি তরমুজ চাষ করে আর্থিকভাবে লাভবান …