এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার নওগাঁ-মহাদেবপুর মহাসড়কের হাঁপানিয়া নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত আবু বকর সিদ্দীক (৫৫) নওগাঁর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের টুকুর চাঁদপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ১০টায়।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সকালে আবু বকর সিদ্দীক রিকশায় করে বাড়ি থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন...
পুলিশের তিন কর্মকর্তার যোগসাজসে মিথ্যা ধর্ষন মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান
এনবিএন ডেক্স: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্বাস উদ্দিন, গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ …